হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬৬ পিস ইয়াবাসহ কামাল হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এসব ইয়াবার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
রবিবার দুপুরের দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক কামাল গাজীপুর জেলার কাপাসিয়া থানার কপালেশ্বর (সিংহশ্রী) গ্রামের চান মিয়ার ছেলে।
বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা অনুসরণ করে আর্মড পুলিশ সদস্যরা। পরে পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে কামাল হোসেন। পরবর্তীতে তার পাকস্থলি থেকে ১৩টি খেজুর সদৃশ্য পোটলা বের করা হয়। এতে পাওয়া যায় মোট ৪৬৬ পিস ইয়াবা।
পুলিশ জানায়, আটক কামাল কক্সবাজার থেকে একটি ফ্লাইটে করে বেলা দেড়টার সময় ঢাকা বিমানবন্দরে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন