বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ সোমবার একটি বিশাল র্যালি বের হয়। এ উপলক্ষে দুপুরের আগে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ আশেপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। র্যালিতে যোগ দেন রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে সবার নজর কেড়েছে মশারি। ট্রাকের উপর মশারি টানিয়ে ডেঙ্গু প্রতিরোধে সিটি মেয়রদের ব্যর্থতার প্রতীকি প্রতিবাদ জানানো হচ্ছে। পোস্টারে লেখা রয়েছে- 'মেয়রদের পদত্যাগ চাই'।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রাজধানীতে র্যালি করার ঘোষণা দেয় বিএনপি। পরে কৌশলগত কারণে র্যালি একদিন পিছিয়ে ২ সেপ্টেম্বর করার ঘোষণা দেয় দলটি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম