টঙ্গীর পূর্ব-আরিচপুর মদিনাপাড়া এলাকায় বৃষ্টির পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান হোসেন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
রায়হান আব্দুল্লাহপুর মমতাজ উদ্দিন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছিলো। তিনি আরিচপুর মদিনাপাড়া এলাকার ডেকোরেটর ব্যবসায়ী হেলাল উদ্দিন বাবুর্চির ছেলে।
এলাকাবাসী জানায়, টঙ্গীতে মুষলধারে বৃষ্টি হয়। এতে এলাকার রাস্তাঘাট তলিয়ে বৃষ্টির পানি বাসাবাড়িতে উঠে যায়। রাত আড়াইটার দিকে রায়হান বৈদ্যুতিক মোটরের সাহায্যে তাদের বাসার পানি সেচতে গেলে বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল