বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
- রংপুরে বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ২০
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
রাজশাহীতে হচ্ছে বাইসাইকেল লেনসহ চার লেনের সড়ক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
.jpg)
রাজশাহী মহানগরীর বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাইসাইকেল লেনসহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বহরমপুর মোড়ে ১৭৩ কোটি টাকার রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজের প্রথম অংশের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট প্রশস্ত রাস্তাটি ৮০ ফুটে উন্নীত করা হবে। রাখা হয়েছে ড্রেন, ফুটপাত, ডিভাইডারসহ সাইকেল লেন। প্রথম অংশে মোট রাস্তার দৈর্ঘ্য ২ দশমিক ১২ কিলোমিটার, ৪ ফুট চওড়া ডিভাইডারসহ উভয় পাশে ২৩ ফুট করে পৃথক দুটি লেন থাকবে। এছাড়া উভয় পাশে ১০ ফুট চওড়া ফুটপাত এবং রাস্তার দক্ষিণ পাশে ৭ ফুট ৮ ইঞ্চি চওড়া বাইসাইকেল লেন রাখা হয়েছে। এছাড়া রাস্তার উভয় পাশে সাড়ে ৩ ফুট চওড়া ড্রেন রাখা হবে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিটিসি-এইচই (জেভি)।
সকালে বহরমপুর মোড়ে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক মানের রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামীতে এ রকম রাস্তা নির্মাণ অব্যহত থাকবে, যা সময়ের দাবি। যার সুফল ভোগ করবে মহানগরবাসী। এ নগরীর উন্নয়নে ৩ হাজার কোটি টাকার প্রকল্প দাখিল করা হয়েছে। আশা করছি আগামী ৩-৪ মাসের মধ্যে প্রধানমন্ত্রী প্রকল্পটির অনুমোদন দিবেন। এই প্রকল্পটি অনুমোদিত হলে আরো ব্যাপকভাবে পাল্টে যাবে রাজশাহী।
মেয়র বলেন, নির্মল বায়ুর শহর রাজশাহী ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। নগরীকে সবুজায়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পদ্মা নদীর ধারে নারিকেল, অশ^ত্থ, বট গাছ লাগিয়ে নগরীকে সবুজের বেষ্টনি করা হচ্ছে। নানা দিক দিয়ে রাজশাহী নগরীকে নিরাপদে রাখতে চাই।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারাদেশে এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লেও রাজশাহীতে তেমনটি দেখা যায়নি। সকলের প্রচেষ্টায় এটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছে। আগামীতে এ বিষয়ে আরো সচেতন হয়ে এটিকে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে এ অঞ্চলে নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল গড়ার অনুমোদন দিয়েছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার। রাসিকের নগর অবকাঠামো উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি নিযাম উল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর তাহেরা খাতুন, মো. কামরুজ্জামান, নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর