কোনো রকমের নোটিশ ছাড়াই আবুধাবি থেকে সরাসরি চট্টগ্রামগামী একটি ফ্লাইটের যাত্রীদের ঢাকায় নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে। যদিও যাত্রীদের তুমুল হট্টগোলের মুখে পৌনে ৫ ঘণ্টা পর অভ্যন্তরীণ ফ্লাইটে তাদের চট্টগ্রামে পাঠানো হয়।
জানা গেছে, আবুধাবি থেকে সরাসরি চট্টগামে যাওয়ার টিকিট কেটেছিলেন যাত্রীরা। সেই হিসাবে আবুধাবি থেকে ৮৫ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সরাসরি চট্রগ্রামে যাওয়ার কথা ছিলো। স্বজনরাও অপেক্ষায় ছিলেন সেখানে। অথচ কোন ধরনের নোটিশ ছাড়াই যাত্রীদের ঢাকায় নামিয়ে দেয় বাংলাদেশ বিমান। সোমবার ভোর পৌনে ৬টায় বিমানবন্দরে পৌঁছে যাত্রীরা বুঝতে পারেন তারা চট্টগ্রাম না, ঢাকা এসেছেন। এ নিয়ে বিমানের ভেতরই যাত্রীদের সাথে কেবিন ক্রুসহ সংশ্লিষ্ট বিমান কর্মকর্তাদের তুমুল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লোকাল বাস বা ট্রেনের মতোই যাত্রীদের নেমে যেতে বাধ্য করে বিমান কর্তৃপক্ষ।
এই ফ্লাইটের নুরূল আযিম নামে এক যাত্রী টেলিফোনে জানান, বিমান কর্তৃপক্ষ কোন নোটিশ ছাড়াই এই কাজ করেছে।
ওই ফ্লাইটে এমন দু'জন যাত্রী ছিলেন, যাদের একজনের বাবা এবং আরেকজনের ছেলে মারা গেছেন। যারা সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।
জানা গেছে, বিজি-১২৮ নম্বরের এই যাত্রীরা কমপক্ষে অতিরিক্ত ২০০ দিরহাম খরচ করে সরাসরি চট্টগ্রামের টিকিট কেটেছিলেন।
অভিযোগের বিষয়ে বিমান কর্তৃপক্ষ জানায়, অপারেশনাল চেইঞ্জের কারণে তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। পরে ওই যাত্রীদের সাড়ে ১১টা নাগাদ অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রাম পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব