গাজীপুরে প্রকাশ্যে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে মহানগরীর রাজদীঘির উত্তর পাড়ে এ ঘটনাটি ঘটে । নিহত নুরুল ইসলাম (১৪) স্থানীয় পাখি বিক্রেতা ফকির আলীর ছেলে। তারা স্বপরিবারে উত্তর রাজবাড়ি এলাকার ফরিদ আলীর বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী থানার ভায়াডাঙ্গা (ভাগাতা) গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকির আলী স্ত্রী সন্তানদের নিয়ে মহানগরের টাংকিরপাড় এলাকায় জনৈক ফরিদের বাসায় ভাড়া থাকতো। নিহত কিশোর নুরুল ইসলাম শহরে ফেরি করে চা বিক্রি করতো। মঙ্গলবার দুপুরের খাবারের পর নুরুল ইসলাম বিকেল তিনটার দিকে বাড়ির পাশে রাজদিঘীর পাড়ে যায়। এ সময় ৪/৫ জন কিশোর চাপাতি নিয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে চাপাতি দিয়ে পিঠে উর্পযুপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত নুরুল ইসলামকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এস আই লিয়াকত আলী জানান, কি কারণে কারা কিশোর নুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে তা জানা যায়নি। তবে কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব