রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ১২টি টিকিটসহ নজরুল ইসলাম (২২) নামে এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার সকালে কমলাপুর রেলস্টেশনের ভেতর থেকে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানান ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউল হোসেন।
তিনি জানান, সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রির সময় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব