সম্প্রতি রাজশাহীতে ব্যাটারি চালিত চিকন চাকার অটোরিকশা চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করে সিটি করপোরেশন। তারপর থেকে নগরীর বিভিন্ন চেক পোস্টে চিকন চাকার অটোরিকশা চলাচল বন্ধ করার জন্য তৎপর হয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চালিয়ে যাচ্ছিলো নগরীর ছোট বনগ্রাম এলাকার আবদুুর রশীদের ছেলে রফিকুল ইসলাম। পুলিশ সেটি আটক করে। এনিয়ে ক্ষুব্ধ হয়ে পুলিশের উপরে হামলা চালায় রফিকুল।
রফিকুলকে জিজ্ঞাসাবাদ শেষে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে একজন ট্রাফিক সার্জেন্ট লক্ষীপুর মোড়ে ডিউটি করার সময় তার অটোরিকশাটি আটকায়। পরে নিষিদ্ধ অটোরিকশাটি সার্জেন্ট জব্দ করে নগরীর ভেড়িপাড়া সংলগ্ন ট্রাফিক অফিসে পাঠায়। এতে সে অত্যন্ত ক্ষুব্ধ হয়। প্রচণ্ড রাগের বশে ভাংড়ি দোকান থেকে একটি রড সংগ্রহ করে এবং ট্রাফিক অফিসের সামনে যেয়ে অপেক্ষা করতে থাকে। এরপর সেই রড দিয়ে ট্রাফিক পুলিশ সদস্য জয় কুমারের মাথায় আঘাত করে পালিয়ে যায় রফিকুল। পরে সন্ধ্যার দিকে তাকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ