সূর্যকণা উচ্চ বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ এর উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বুধবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড ডে মিলের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর প্রাচীণ শিক্ষাপ্রতিষ্ঠান লোকনাথ স্কুলে ২০১২ সালে মিড ডে মিল চালু করেছিলাম। মিড ডে মিল চালুর করার পরপরই এর সুফল পাওয়া গেছে। দুপুরের পর স্কুলে ক্লাস করার মতো শিক্ষার্থী পাওয়া যেত না, দুপুরের খাবার চালুর করার পর শিক্ষার্থীদের পালিয়ে যাওয়ার প্রবণতা কমে গেল। স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা বাড়লো। আগামীতে রাজশাহীর সব স্কুলে যাতে মিড ডে মিল চালু করা যায়, আমার সেই প্রচেষ্টা অব্যহত রাখবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মিড ডে মিল চালু করার প্রতিশ্রুতি রয়েছে। তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যের ব্যাপারে যে অত্যন্ত সচেতন তা এই ইশতেহারে প্রমাণ করে দিয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই ইশতেহারকে বাস্তবায়ন করা। ইশতেহার বাস্তবায়ন করা জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে কাজ শুরু করে দিয়েছেন। সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে।
এ বছরের মধ্যে ৩০ হাজার স্কুলে মিড ডে মিল চালু হবে। আমাদের প্রচেষ্টা মাধ্যমিক বিদ্যালয়েও মিড ডে মিল চালু করার। আমরা লক্ষ্য করলাম রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন ২০১২ সালেই একটি স্কুলে মিড ডে মিল চালু করেছেন। যা এখনো টেকসই আছে। আমি বিশ্বাস করি সারাদেশের মধ্যে সবার আগে রাজশাহীর সব স্কুলে মিড ডে মিল চালু হবে। মিড ডে মিলে রাজশাহী হবে পাইওনিয়ার।
সূর্যকণা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিযাম উল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোকবুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন, উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, সূর্যকণা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন