বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
- রংপুরে বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ২০
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করতে হবে: বাদশা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা বলেছেন, বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সেই তুলনায় আদিবাসীদের উন্নয়ন হয়নি। তাদের দারিদ্রতা কমেনি। তারা নির্যাতন ও বৈষম্যর শিকার হয়েছে। আদিবাসীদের কাছে থেকে যেসব ভূমি দখল করা হয়েছে সেগুলো ফেরত দেওয়া হয়নি। তাই সমতলের আদিবাসীদের নায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হলে আলাদা ভূমি কমিশন গঠন করতে হবে। ভূমি কমিশনের মাধ্যমেই তাদের দখল করা জমি ফিরিয়ে দেওয়া সম্ভব।
জাতীয় আদিবাসী পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বুধবার দুপুরে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ।
বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, বাঙালি, আদিবাসী, সংখ্যলঘু সম্প্রদায় সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছি। যে কারণে সংবিধানে লেখা আছে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, অস্প্রাদায়িক রাষ্ট্র। তাই এ দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখলাম, গোবিন্দগঞ্জে আদিবাসীদের গ্রাম পোড়ানো হলো, ভ‚মি থেকে তাদের উচ্ছেদ করা হলো। আমরা এর ন্যায় বিচার চাই। রাষ্ট্রকেই এর ন্যায় বিচার করে আদিবাসীদের সুরক্ষা দিতে হবে।
ফজলে হোসেন বাদশা বলেন, পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা অশান্ত হয়ে উঠেছে। এর জন্য দায়ী মূলত শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়া, ভূমি কমিশন গঠন না হওয়া। আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য শুধুমাত্র ভূমি কমিশন নয়, এর পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করাও খুব দরকার।
বাদশা বলেন, আধিবাসীদের অনেক দাবি এখনো পূরণ হয়নি। এই দাবিগুলো পূরণ করতে হবে। তাদের যে অন্যতম দাবি শিক্ষার ক্ষেত্রে সেগুলোকে গুরত্ব দিতে হবে। জাতীয় শিক্ষা নীতিতে আদিবাসীদের ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও মাতৃভাষাতে স্কুল প্রতিষ্ঠা এখনো হয়নি। তাদের যে মাতৃভাষায় শিক্ষার দাবি তা পূরণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ওর্য়াকার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় , আদিবাসী নারী পরিষদের সাধারণ সম্পাদক লিপি টুডু প্রমুখ।
এর আগে বেলা ১১টায় নগরীর আলুপট্টি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর সিঅ্যান্ডবি মোড়ে শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলয়াতনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন এমপি ফজলে হোসেন বাদশা।
এই বিভাগের আরও খবর