ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইসরা তাসকিন (১৩) মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিলেনিয়াম হার্ট ও জেনারেল হাসপাতালে সে মারা যায়।
মিলেনিয়াম হার্ট ও জেনারেল হাসপাতালের ফ্রন্ট ডেক্স এক্সিকিউটিভ মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইসরা তাসকিন ভিকারুননিসা নূন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাসা রাজধানীর আজিমপুরে। সে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের এমআইএস অ্যান্ড আইসিটির ব্যবস্থাপক প্রকৌশলী আমানত মাওলা টিপুর বড় মেয়ে।কয়েকদিন আগে ইসরা তাসকিন তার বাবা-মা ও একমাত্র ছোটবোন ডেঙ্গু আক্রান্ত হন। তাদেরকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইসরার অবস্থার অবনতি হলে ২৬ আগস্ট তাকে মিলেনিয়াম হার্ট ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলো সে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিডি-প্রতিদিন/শফিক