রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই গৃহকর্মীর নাম সাহিদা আক্তার (১৭)।
বুধবার রাতে সাহিদার মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। ২ বছর ধরে গৃহকর্মীর কাজ করতো সে। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। বাবার নাম আব্দুর রাজ্জাক।
খিলগাও থানার উপ পরিদর্শক (এসআই) নিছার উদ্দিন জানান, খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ব্লক এ, রোড ১, এ/৬ নম্বর বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সাহিদার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ময়না-তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ