দুই কিশোর গ্যাংয়ের কোন্দলেই রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মহসিন (১৬) নামের এক স্কুলছাত্র। তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরও ৩ জন। বুধবার রাতে নিহত মহসিন স্থানীয় চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। মূলত কাটাসুর ভিত্তিক একটি কিশোর গ্যাং বাকবিতণ্ডাকে কেন্দ্র করে চাঁন উদ্যানের একটি কিশোর গ্যাংয়ের ওপর আক্রমণ করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস গণমাধ্যমকে জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা