গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় বুধবার রাতে কাভার্ডভ্যান চাপায় সিআইডির এক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত মোশাররফ হোসেন ভূঁইয়া গাজীপুর জেলা সিআইডির ইন্সপেক্টর এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বড় মনোহরদী গ্রামের মকবুলুর রহমানের ছেলে।
গাজীপুর জেলা সিআইডির এএসপি মোহাম্মদ আরজু মিয়া জানান, গাজীপুর জেলা অফিস থেকে কর্তব্যকাজে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ যাওয়ার পথে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বাইপাস সড়কের গাজীপুর মহানগরের উলুখোলা ব্রিজের পাশে পৌঁছালে নারায়ণগঞ্জগামী একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এ সময় সিআইডি কর্মকর্তা মোশারফ হোসেনের মাথা গাড়ির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম