আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিপিএটিসি’র কোর কোর্স সমূহের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ঢাকা এবং বরিশাল জেলা প্রশাসন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস (প্রকল্প) সৈয়দ মিজানুর রহমান।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এখন একটাই লক্ষ্য গ্রামকে আধুনিক শহরে পরিণত করা। এজন্য দেশের তারুণ্যকে কাজে লাগাতে হবে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষভাবে গড়ে তোলা গেলে দেশ আর পিছিয়ে থাকবে না।
তিনি বলেন, মনে রাখতে হবে সরকারী কর্মকর্তাদের মনিব হচ্ছে জনগণ। আর সরকারী কর্মকর্তারা হচ্ছে জনগণের সেবক। সরকারের নৈতিকতার দর্শন-নীতি সরকারী কর্মকর্তা-কর্মচারীদের পালন করতে হবে। আর যারা নীতি নৈতিকতা বজায় রাখতে পারবেন না তারা সরকারী চাকরিতে যোগ্য নন। তারা আগেভাগেই চাকরি ছেড়ে চলে যেতে পারেন।
মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তার বাবার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সৌভাগ্য প্রিয় নেতার দক্ষ সুযোগ্য কন্যা পেয়েছি। যার হাত ধরে বাংলাদেশ সোনার বাংলা হতে চলেছে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, বরিশালের এসএম অজিয়র রহমান, বিপিএটিসি’র পরিচালক ড. মো. মহসীন আলী ও ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।
সেমিনারে বরিশাল জেলার বিভিন্ন উপজেলার সরকারী পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব