মুজিব বর্ষ (২০২০-২১) উপলক্ষে বৈদ্যুতিক কর্ম পেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে বরিশালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টা দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা পুলিশ সুপর মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক মো. মুকুল হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দিপঙ্কর মন্ডল, প্রকৌশলী শংকর কুমার কর, বরিশাল অফিসের জেনারেল মানেজার প্রকৌশলী মো. একরামুল হক, বরিশাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় দেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এসময় বক্তরা আরও বলেন, অতিরিক্ত টাকা খরচ করে বিদেশি বিশেষজ্ঞদের এনে দেশের বিদ্যুৎ খাতে কাজ করানো হচ্ছে। কিন্তু এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ খাতের জনবলকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের অর্থ সাশ্রয় হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন