সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য পাঁচজন দলীয় ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পাঁচজন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
যাদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে তারা হলেন- রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওছার জামান বাবলা, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদ, সদ্য প্রয়াত রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী।
অন্যদিকে ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি রিটা রহমান বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এ ফরম জমা নেওয়া হবে। শনিবার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ৫ অক্টোবর এরশাদের ওই আসনে নির্বাচন হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন