নানা আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সপ্তদশ দ্বি-বার্ষিক সম্মেলন ও গুনীজন সম্মাননা।
শুক্রবার সকাল ১১টায় নগরীর বগুরা রোডের বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক ও সংস্কৃতিজন মানবেন্দ্র বটবেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক অধ্যাপক ডঃ অসীম কুমার দত্ত ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ।
অনুষ্ঠানে বরেণ্য চিত্রশিল্পী ও গবেষক ডঃ কাজী মোজাম্মেল হোসেনকে গুণীজন সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়াল অন্যান্যরা।
বিডি প্রতিদিন/ফারজানা