মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে রাজশাহী মহানগর ছাত্রলীগ। ২০১৪ সালের নির্বাচনের পরের বছর ২০১৫ সালে মেয়াদ শেষ হয় বর্তমান কমিটির। এরপরে পার হয়েছে আরও চার বছর। তবুও মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতারা বসে আছেন মহানগর ছাত্রলীগের বিভিন্ন পদে। এই কমিটি ৫ বছর পার করায় তা কেক কেটে উদযাপনও করা হয়েছে।
মঙ্গলবার রাতে নগর আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে বর্তমান কমিটির ৫ বছর উদযাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিকা ফারিয়া জামান অর্ণা, নগর ছাত্রলীগের সভাপতি সদ্য বিবাহিত রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ নেতৃবৃন্দ।
২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রকি কুমার ঘোষকে সভাপতি, মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ জনসহ মোট ১৬১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তৎকালীন সময়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ছিলেন নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। তার সময়ে সক্রিয় বলতে গেলে চাঙা সময় পার করেছে মহানগর ছাত্রলীগ। নগরে আওয়ামী লীগের সহযোদ্ধা হিসেবে রাজপথে নানা সময় সংগঠনটির বলিষ্ট ভূমিকা প্রসংশিত ছিল।
তবে মেয়াদ উত্তীর্ণের পর থেকেই খেই হারিয়ে ফেলে নগর ছাত্রলীগ। ছয় মাস পর থেকেই ধীরে ধীরে সে সংগঠন জৌলুস হারিয়েছে। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হবার ৯০ দিনের মধ্যে নতুন কমিটি করার নির্দেশনা থাকলেও ২০১৯ সালে এসেও তা কার্যকর করা হয়নি। এর মধ্যে সাবেক এ কমিটির পদধারী অনেক নেতাই ছাত্রলীগ করার শর্তাবলীর অনেক নিয়মই ভঙ্গ করেছেন।
নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, ‘কমিটি ঘোষণার জন্য একাধিকবার বর্তমান মেয়রকে বলা হয়েছে। সম্মেলনের জন্যও আমরা বারবার চেষ্টা করেছি; ঢাকাতেও যোগাযোগ করেছি, কোনো কাজ হয়নি। তবে চলতি মাসের ২৫ তারিখের মধ্যে সম্মেলন হওয়ার কথা। এর জন্য আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে আবেদন করেছি।’
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব জানান, হঠাৎ করেই দলের কিছু কর্মী কেক নিয়ে আসে। এই দিনে কমিটির অনুমোদন হয়েছিল, এ কারণে কেক কেটে উদযাপন করা হয়েছে। সেখানে ছাত্রলীগের অনেক সাবেক বর্তমান নেতাকর্মী ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন