বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বগুড়ার নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভাকেট সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, একেএম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, শামিমা আকতার পলিন, বগুড়া জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমান, জেলা যুবদল আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদল যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ