১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:১৮

ঘুষ কেলেঙ্কারির মামলায় শিপ সার্ভেয়ার সাইফুর তিন দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

ঘুষ কেলেঙ্কারির মামলায় শিপ সার্ভেয়ার সাইফুর তিন দিনের রিমান্ডে
ঘুষ কেলেঙ্কারির মামলায় নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ রিমান্ডের এ আদেশ দেন। 
 
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এর আগে দুই সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ মামলা করেন। 
 
মামলা সূত্রে জানা গেছে, দুই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে মির্জা সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি খাদিজাতুল কোবরা নামে একটি জাহাজের সার্ভে ও ফিটনেস দেওয়ার জন্য ৩ লাখ টাকা দাবি করেছিলেন। পরে দাবি করা ঘুষের টাকার মধ্যে ২ লাখ টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় মনিরুজ্জামান নামে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন সাইফুর রহমান। 
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর