১৯ সেপ্টেম্বর, ২০১৯ ২১:১০

নারায়ণগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি অস্ত্র মামলার রায়ে মো. নাজমুল হক নামের এক অস্ত্র ব্যবসায়ীকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ৭নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. নাজমুল আড়াইহাজারের শরীয়তপুর এলাকার গিয়স উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি পলাতক। আদালতে আত্মসমপর্ণ কিংবা পুলিশের গ্রেফতারের পর থেকে তারা সাজার মেয়াদ শুরু হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২১ মার্চ রাত ১২টার দিকে রূপগঞ্জ থানা এলাকার মোটেরঘাট ভূমি অফিসের পিছনে পরিত্যক্ত টয়লেটের পাশে ঝোঁপের মধ্যে বিক্রয়ের জন্য দুনলা বন্ধুক ও দুই রাউন্ড গুলি এবং একটি রামদা রাখা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো করে। যা শাস্তিযোগ্য অপরাধ বলে প্রমাণিত হয়েছে।

মামলাটি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আক্তার পরিচালনা করেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর