ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ খালেদ সাইফুল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪। মঙ্গলবার বিকালে নিজ বাস ভবন আজিজ ভিলা থেকে বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার খালেদ সাইফুল্লাহ নগরীর আকুয়া ডন মোর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১৪ এর মেজর শিবলি সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকুয়া ডনমোড় এলাকার আজিজ ভিলায় অভিযান চালিয়ে খালেদ সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম