যুবলীগের যেসব নেতা আত্মগোপনে আছেন তার মধ্যে একজন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান। মঙ্গলবার তার স্বাক্ষরিত বিবৃতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অভিনন্দন জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল এ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন-জিএভিআই কর্তৃক ‘ভ্যাকসিনেশন হিরো’ পুরস্কারে ভূষিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো, হারুনুর রশীদ শেখ হাসিনাকে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা