চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানুষের চিন্তার ভিন্নতা থাকলেও দেশ, মাটি, মানুষ, মুক্তিযুদ্ধ, চেতনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে কোনো ভিন্নতা থাকতে পারে না। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
শুক্রবার দুপুরে আন্দরকিল্লার নগর ভবন চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
আ জ ম নাছির বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফল প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে অভীষ্ট লক্ষ্যে। তিনি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশের গর্বিত নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা একসময় গরিব দেশ ছিলাম। অচিরেই আমরা উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হবো।
শেখ হাসিনা জন্মোৎসব উদযাপন পরিষদের সভাপতি কবি অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, সংগঠক এমএ মান্নান শিমুল, প্রকৌশলী রাশেদুর রহমান মিলন, মোহাম্মদ আসরার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন