আগামী ২০ ও ২১ ডিসেম্বর কেন্দ্রীয় সম্মেলন সফল করতে বরিশালে বিশেষ বর্ধিত সভা করেছে আওয়ামী লীগ। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
এছাড়া মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী ও কার্যকরী পরিষদের সদস্য, নগরীর ৩০টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ বরিশাল সিটি করপোরেশনের দলীয় কাউন্সিলর এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে নানা আলোচনা হয় বলে জানিয়েছেন নীতিনির্ধারকরা।
বিডি-প্রতিদিন/মাহবুব