২৮ ডিসেম্বর জাতীয় পার্টির সম্মেলন সফল করার আহবান জানিয়েছেন পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ। তিনি বলেন, নতুন প্রজন্মের সামনে রাজনীতি করার অন্যতম প্ল্যাটফর্ম জাতীয় পার্টি। তাই এখনই দলকে আরও শক্তিশালী করতে পারলে আগামী দিনের রাজনীতিতে এবং দেশ পরিচালনার প্রতিযোগিতায় জাতীয় পার্টি আরও এগিয়ে যাবে।
শনিবার জাতীয় পার্টির জামালপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জামালপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান।
মোস্তফা আল মাহমুদ আরো বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের বড় তিনটি রাজনৈতিক দলের অন্যতম। জাতীয় পার্টিও দেশ পরিচালনায় অভিজ্ঞতা ও ঐতিহ্য রয়েছে। দেশের রাজনৈতিক শূন্যতায় দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এইচএম এরশাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে পার্টিও নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার