রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মাহমুদা বেগম নামে এক মা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ছেলে মাহিন (১১)। আজ ভোর ৫টার দিকে রাজধানীর কাকরাইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, ভোরে মাহিন ও তার মা বরিশাল থেকে ফিরছিল। সদরঘাটে থেকে রিকশা নিয়ে মগবাজারের মধুবাগের বাসায় যাচ্ছিল। রিকশাটি কাকরাইল মোড়ে পৌঁছলে একটি পিকআপ ভ্যান পেছন থেকে ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিনের মা মারা যায়। পথচারীরা আহত মাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/হিমেল