২৩ অক্টোবর, ২০১৯ ২০:২১

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নামে দখলবাজি, নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নামে দখলবাজি, নেতা গ্রেফতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নামে দখলবাজি ও হামলার অভিযোগে ফাউন্ডেশনের সহ-সভাপতি জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে রাজধানীর নবাবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওয়ারি থানা পুলিশ জানায়, জাকির হোসেনের বিরুদ্ধে নবাবপুরে দোকান দখল ও হামলার অভিযোগ রয়েছে।
 
জানা গেছে, জাকির হোসেন ফাউন্ডেশনের নাম ভাঙ্গিয়ে দলবল নিয়ে ১৯ নং নবাবপুরের আশিক বিল্ডার্স নামে দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে দখলে নেন। দোকানের সাইনবোর্ড পাল্টে দেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। উল্টো জাকির তার দলবল নিয়ে দোকানের লোকজনের ওপর হামলা চালায়। এ ব্যাপারে আদালতে মামলা দায়েরের পর পুলিশের তৎপরতা শুরু হয়। 

পরে এ ঘটনায় মঙ্গলবার ওয়ারি থানা পুলিশ জাকিরকে গ্রেফতার করে। জাকিরকে রিমান্ডে নেওয়ার বিষয়ে বৃহস্পতিবার আদালতে শুনানি হবে বলে জানিয়েছে পুলিশ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর