জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।
আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় আওয়ামী লীগের কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাবেক সভাপতি মির্জা আব্দুল জলিলসহ কৃষক লীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ