খুলনায় স্থানীয় দৈনিক পত্রিকার দুই সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া ৩টি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম হাবিব। এ সময় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, নিজেদের অপরাধ আড়াল করতে ‘মানহানি’র মিথ্যা অজুহাতে এসব মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে হয়রানিমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
সাংবাদিক আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন সম্পাদক পরিষদ খুলনার সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, খুলনা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, সাংবাদিক নেতা মুন্সি আবু তৈয়ব, সামছুজ্জামান শাহীন, রাশিদুল ইসলাম, হাসান আহমেদ মোল্যা, কৌশিক দে বাপী, এইচএম আলাউদ্দিন, মিজানুর রহমান মিলটন, মোস্তফা কামাল আহমেদ, রফিউল ইসলাম টুটুল, এসএম কামাল হোসেন, শেখ আল এহসান, আনোয়ার হোসেন, এএইচএম শামিমুজ্জামান, এহতেশামুল হক শাওন।
মানববন্ধনে কর্মরত সাংবাদিকরা খুলনা প্রেসকাবের সহ-সভাপতি ও সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলাম, রিপোর্টার নূর ইসলাম রকি, খুলনা টাইমস্ সম্পাদক সুমন আহমেদসহ খুলনার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক অভিযোগ ও মামলা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/মাহবুব