বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আ ফ ম বাহরুল আলম। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার অধ্যাপক আ ফ ম বাহরুল আলমকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।
বাহারুল আলম বরিশাল সরকারি মহিলা কলেজে কর্মরত রয়েছেন। বুধবার বরিশাল শিক্ষা বোর্ডে সচিব পদে যোগদান করার কথা জানান অধ্যাপক বাহারুল।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল