রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক বৃদ্ধা (৭০) ও তার কিশোরী গৃহকর্মীর (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-২ নম্বরের (ব্লক-এ, রোড ২) বাসার চারতলা থেকে ওই লাশ দুটি উদ্ধার করে মিরপুর মডেল থানার পুলিশ।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ আক্তার ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে মিরপুর-২ এর ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।
মিরপুর ডিভিশনের উপ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, লাশ দুটি উদ্ধারের ঘটনা প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহত বৃদ্ধার সঙ্গে আর কেউ থাকতো কী-না সেটা এখনো জানতে পারিনি। বিস্তারিত ঘটনা আরও জানার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম