রাজধানীর মিরপুরের এক বাসায় বৃদ্ধা ও তার গৃহকর্মী খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধার ‘পালিত পুত্র’ সোহেল নামে একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তদন্তে হত্যার ঘটনায় সোহেলের জড়িত থাকার প্রমাণ মিললে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সোহেলই রাশিদাকে তার মা খুন হওয়ার বিষয়টি ফোনে জানায়।”
এর আগে, মঙ্গলবার রাতে মিরপুর ২ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে রহিমা বেগম (৬০) ও তার গৃহকর্মী সুমি আক্তারের (২০) লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই বৃদ্ধার মেয়ে রশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
পিরোজপুরের মেয়ে সুমী একদিন আগেই মিরপুরের স্থায়ী বাসিন্দা রহিমার বাড়িতে কাজ নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব