৫ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩৩

বরিশালে আন্তর্জাতিক মৃত্তিকা দিবস পালন

নিজস্ব পতিবেদক, বরিশাল

বরিশালে আন্তর্জাতিক মৃত্তিকা দিবস পালন

বরিশালে শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টা নগরীর সার্কিট হাউজ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নেতৃত্বে এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে এক সংক্ষিপ্ত সভায় বরিশাল মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশেও মৃত্তিকা দিবস পালিত হয়ে আসছে। মাটিতে ফসল উৎপাদন হয়। তাই মাটির যথেচ্ছ ব্যবহার রোধে জৈব সার ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি। 

এ সময় বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বরিশালের যুগ্ম পরিচালক ড. মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর