পরকীয়ার অভিযোগে গ্রেফতার বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে আটক করা হয়।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, ''রাতে স্কয়ার হাসপাতালের সামনে স্ত্রীকে কায়সারের গাড়িতে ওঠার সময় আতিকুর দেখে ফেলেন। আতিকুর এগিয়ে গিয়ে কারণ জানতে চাইলে কায়সারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কায়সারকে থানায় নিয়ে আসে।”
এই ঘটনায় কায়সারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা করে আতিকুর রহমান। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠায় পুলিশ।
প্রসঙ্গত, ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্ববায়ক। দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা পরিচালনাকারী দলে তিনি রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন