বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাগেবুল আহসান রিপু। শনিবার বিকেল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম এমপি।
একই সাথে জেলা আওয়ামী লীগের নতুন সহ সভাপতি হিসেবে টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক পদে মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু এবং অর্থ সম্পাদক পদে মাসুদুর রহমান মিলনের নামও ঘোষণা করা হয়।
এর আগে, সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম এমপি। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব