কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর ১২টার দিকে কাকরাইলে এ কর্মসূচি পালন করে দলটি।
মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মাঝে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দুদকের দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাভোগ করছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম