আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ ৭ মাদক চোরাকারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৪)। শনিবার (১৮ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে আমিনবাজার সড়কে অভিযান চালিয়ে ট্রাকে ফেনসিডিলের চালান পাচারের সময় তাদের আটক করা হয়।
আটক মাদক চোরকারবারীরা হলেন- নাসিরুল ইসলাম (৩৬), শরীফুল ইসলাম (৩৭), আব্দুল কাইয়ুম (৩৩), সাইরন আলী (৩৮), সাহাবুর ইসলাম (২২), আবু সায়েম (৩২) ও শামীম রেজা (২২)।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৬২ বোতল ফেনসিডিল, ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, গুলি-ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।
র্যাব-৪ এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, আটকদের নামে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/হিমেল