টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত হিমারদিঘী এলাকায় নাজিমউদ্দিন টাওয়ারের একটি কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
কারখানার শ্রমিকরা জানান, শ্রমিকদের তিন মাস ও স্টাফদের ৫ মাসের বেতন বাকি রয়েছে। বেতন চাইলে মালিক পক্ষের লোকজন দেই-দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকে। আজ তাদের বেতন পরিশোধের কথা ছিল। এসময় তারা বেতনের টাকার জন্য কর্তৃপক্ষের লোকজনকে বললে তাঁরা শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করে। পরে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে।
পরে কর্মরত ওই কারখানার প্রায় ৮’শ শ্রমিক মূলফটকে অবস্থান নেন এবং কারখানার পাশে তিস্তারগেট এলাকায় বেশ কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, টঙ্গী পূর্ব থানার পুলিশ কারখানার ও আশপাশ এলাকায় মোতায়েন করা হয়।
এ ব্যাপারে কারখানার পরিচালক মো. মনজুরুল আজম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংশার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল