বগুড়া-১ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর বগুড়া শহরের পার্ক মসজিদে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে এমপি আব্দুল মান্নানের রাজনীতি, সমাজসেবা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরা হয়। পরে পার্ক মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন।
এতে অংশগ্রহণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সহ-সভাপতি আসাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক এসএম বেলাল হোসেন, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, বগুড়া শব্দকথন সাহিত্য আসরের সমন্বয়কারী আব্দুস সালাম বাবু, বগুড়া আনন্দ কণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া নাট্যদল সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরীসহ অন্যান্য মুসল্লিবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক