২২ জানুয়ারি, ২০২০ ১৭:৩৪

খুলনায় জালিয়াতি মামলায় আইনজীবী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় জালিয়াতি মামলায় আইনজীবী কারাগারে

হাইকোর্টের জামিন আদেশের ভুয়া কাগজপত্র দিয়ে খুলনায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামির জামিন করানোর অপরাধে আইনজীবী আরাফাত হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার খুলনা মহানগর ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। 

তবে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে আরাফাত হোসেনকে ফাঁসানো হয়েছে।

জানা যায়, ২০১৮ সালের ৩০ মার্চ হাইকোর্টের ভুয়া জামিন আদেশের কাগজপত্র দিয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি রবিউল ইসলামকে জামিন করানো হয়। পরে বাদীপক্ষ আদালতে সঠিক কাগজপত্র উপস্থাপন করলে জালিয়াতির বিষয়টি জানাজানি হয়। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. রেজাউল করিম বাদী হয়ে খুলনা থানায় জালিয়াতির অভিযোগে মামলা করেন। পুলিশ এই মামলায় তদন্ত শেষে আরাফাত হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জসিট) জমা দিয়েছে। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর