ঢাকার মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকশ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবারও ওই বস্তিতে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমোণ নিরূপণ করবেন তারা।
জানা যায়, আজ শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর পৌনে ৬টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তারপরও বেশ কিছু সময় ডাম্পিংয়ের কাজ চলে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান। তিনি বলেন, বস্তির প্রায় আড়াই হাজার ঘরের মধ্যে একটি বড় অংশ ওই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমোণ নিরূপণ করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        