২৪ জানুয়ারি, ২০২০ ১৭:০২

বরিশালে বাম গনতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাম গনতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাসহ স্বাধীন বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে শোষন, নির্যাতন, ঘুষ, দুর্নীতি এবং নায়কতন্ত্র রাষ্ট্রশাষন ব্যবস্থা বাতিলের দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ। 

শহীদ আসাদ ও গণঅভ্যুত্থানের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের এক সমাবেশ এই দাবি জানানো হয়। আজ শুক্রবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন কমরেড সাইদুর রহমান, অ্যাডভোকেট একে আজাদ, ডা. মনিষা চক্রবর্তী, অধ্যাপক জলিলুর রহমান, দেওয়ান আব্দুর রশিদ নিলু, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও অধ্যাপক বিরেন রায়।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর