স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, পাঠ্যপুস্তকের শিক্ষার চেয়েও বড় শিক্ষা হচ্ছে মনুষ্যত্বের শিক্ষা, পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি বাইরের শিক্ষা গ্রহণ করে তোমরা মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে একেকজন বড় মানুষ হবে, স্কুলে যা পড়াবে, বাড়িতে বাবা-মা যা পড়াবে তার পাশাপাশি এইসব জিনিস শিখবে, একজন বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা করবে, একজন রুগ্ন দরিদ্র মানুষকে সহায়তা করবে। বাবা-মা'র কাছ থেকে একটু কিছু নিয়ে তোমরা মানুষকে উপকার করার মাধ্যমে নিজের জগতকে পূর্ণ করবে, এভাবেই আগামীর বাংলাদেশ গড়বে।
তিনি সোমবার গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত কচি-কাঁচা একাডেমির ৩০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কচি-কাঁচা একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অসীম বিভাকর, কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক আফরোজা খানম, অভিভাবক বিলকিস সুলতানা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জেরিন তাসনিম।
সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল হক। দেওয়াল পত্রিকা '৩ দশে ৩০' এর মোড়ক উন্মোচন করেন প্রাক্তন কচি-কাঁচা ফোরামের সভাপতি ডা. সোহানা সরকার। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাক্তন কচি-কাঁচা ফোরামের সাধারণ সম্পাদক আল আমিন বিন আকন্দ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরকে কৃতিত্বপূর্ণ ফল ও শ্রেষ্ঠ উপস্থিতির জন্য পুরস্কৃত করা হয়, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এবং কচি-কাঁচাদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুকাভিনয়।
বিডি প্রতিদিন/হিমেল