১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:২৫

রেললাইনে দাঁড়িয় সেলফি, ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

রেললাইনে দাঁড়িয় সেলফি, ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

আহত আল রাফি (সামনে)-নিহত মো. ইমরান (পেছনে)

রাজধানীর কুড়িলে রেললাইনের ওপর দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে সেলফি তোলার সময় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের সঙ্গে থাকা বন্ধু। নিহত স্কুলছাত্রের নাম মো. ইমরান (১৬)। আহত অপর স্কুলছাত্র হলো আল রাফি (১৬)। 

গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ইমরান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণ পাড়ার শাহ আলমের ছেলে। ইমরান ও রাফি দু'জনই স্থানীয় গোলাকান্দাইল মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির এসআই মো. মহিউদ্দিন বলেন, সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত অপর এক ছাত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য ইমরানের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা আল আমিন জানান, বাসা থেকে সকালে স্কুলের উদ্দেশে বের হয় ইমরান। পরে পরিবারের লোকজন তার বন্ধুদের মাধ্যমে জানতে পারে ইমরান কুড়িলে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তারা ইমরানকে মৃত দেখতে পান।
 
ঘটনার সময় উপস্থিত ইমরানের সহপাঠীদের বরাতে জানা যায়, ইমরান বন্ধুদের সঙ্গে স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে বের হয়েছিল। কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেন আসার সময় আল রাফি সেলফি তুলছিল, আর পেছনে দাঁড়িয়েছিল ইমরান। এ সময় ট্র্রেনের ধাক্কায় দুজনে আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা দুজনকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন।

ছবিতে দেখা যায়, রেল লাইনের ওপর রাফিকে সেলফি তুলতে এবং ইমরানকে পাশে দাঁড়িয়ে থাকতে। এ সময় তাদের কিছুটা পেছনে ওই লাইন দিয়ে এগিয়ে আসা ট্রেনটিও ছিল।


বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর