রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় নিজ বাড়ি থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম ছবি কুরি।
মঙ্গলবার সকালে আরামবাগ এলাকার ১৮২/এ নম্বরের চারতলা বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন আছে। সেটি দেখে মনে হচ্ছে ধারালো অস্ত্রের আঘাত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন