শিরোনাম
- একের পর এক বাস নিয়ে কাকরাইলে আসছেন জবি শিক্ষার্থীরা
- ৬ জেলায় তাপপ্রবাহ, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির শঙ্কা
- গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ, মার্কিন সিনেট থেকে গ্রেফতার বেন কোহেন
- ইংল্যান্ডের কোচিং স্টাফে সাউদি
- পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে, জানাল ভারত
- গাজায় নিহত ছাড়িয়ে গেল ৫৩ হাজার
- ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- বিচ্ছেদের পরেই অনুরাগের থেকে অনেক কিছু পেয়েছি: কাল্কি
- ফের গাজা নিয়ন্ত্রণে নেয়ার কথা বললেন ট্রাম্প!
- পদচ্যুত ব্রাজিলের ফুটবল প্রধান
- ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান; দাবি শেহবাজের
- কবে মাঠে ফিরছেন তাসকিন?
- জবি শিক্ষার্থীদের দাবি ‘ন্যায়সংগত’, মেনে নেওয়ার আহ্বান জামায়াতের
- জুলাই থেকে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে
- টিকটকে নাচের ভিডিও দিয়ে বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
ফেস্টুন সাঁটানো বিরোধে রাজশাহীতে ১৪ দলে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীতে ১৪ দলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন আওয়ামী লীগের এক নেতা। তার নাম আজিজুল আলম বেন্টু। ১৪ দলের অন্যতম বড় শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে। এনিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছে। বেন্টু রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত কিছুদিন ধরেই গণমাধ্যমের শিরোনামে আসছেন বেন্টু। এবার ওয়ার্কার্স পার্টির ফেস্টুনের ওপর নিজের ফেস্টুন টানিয়ে আলোচনায় এলেন তিনি। তার এমন কর্মকাণ্ডের কারণেই ওয়ার্কার্স পার্টি বলছে, বেন্টু ১৪ দলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। বিষয়টি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের জানানো হয়েছে।
ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভার প্রচারে এক সপ্তাহ আগেই নগরীজুড়ে তাদের ফেস্টুন সাঁটানো হয়েছে। বুধবার গভীর রাতে আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টু তার লোকজন দিয়ে বিভিন্ন এলাকায় ওয়ার্কার্স পার্টির ফেস্টুনের ওপর নিজের ফেস্টুন টানিয়ে দিয়েছেন। এতে ওয়ার্কার্স পার্টির ফেস্টুনগুলো ঢেকে গেছে।
দেবু জানান, বৃহস্পতিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় বিষয়টি তাদের নজরে আসে। তখন তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বিষয়টি অবহিত করেন। পরে ডাবলু সরকার এবং নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাঈমুল হুদা রানা ও মোস্তাক আহমেদ সরেজমিনে পরিদর্শনে যান। আওয়ামী লীগের নেতারা তখন বেন্টুকে ফোন করেন এবং ফেস্টুনগুলো সরিয়ে নিতে বলেন।
কিন্তু এক ঘণ্টা পরও তার ফেস্টুন সরানো হয়নি। তাই ওয়ার্কার্স পার্টির কর্মীরাই নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় নিজেদের দলের ফেস্টুনের ওপর থেকে বেন্টুর ফেস্টুন সরিয়ে দেন। পরে এ নিয়ে নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি জিডি করেন।
জিডিতে বলা হয়েছে, রাজশাহী ১৪ দলে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে আজিজুল আলম বেন্টু ওয়ার্কার্স পার্টির ফেস্টুনের ওপর নিজের ফেস্টুন সাঁটিয়েছেন। তার উদ্দেশ্যেপ্রণোদিত এমন কর্মকাণ্ডে উত্তেজনা দেখা দিয়েছে।
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী বলেন, ‘আমরা কারও ব্যানার-ফেস্টুনের ওপর নিজেদের ব্যানার-ফেস্টুন লাগাই না। সেখানে ওয়ার্কার্স পার্টি তো ১৪ দলের শরীক দল। তাদের ফেস্টুনের ওপর আজিজুল আলম বেন্টু যদি নিজের ফেস্টুন লাগায়, তবে তিনি কাজটা ঠিক করেননি। এটা আমরা সমর্থন করি না।’
বেন্টু ১৪ দলে বিভেদের চেষ্টা করছেন, ওয়ার্কার্স পার্টির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওশের আলী বলেন, ‘তিনি তো নগর আওয়ামী লীগের পদেই আছেন। এখন পদে থেকে তিনি এটা কেন করলেন সেটা আমি বলতে পারব না। বিষয়টি রাজশাহী ১৪ দলের সমন্বয়ক ও মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন হয়তো জানেন না। বিষয়টা আমরা খতিয়ে দেখব।’
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, ‘বেন্টু আমাদের ফেস্টুনের উপর ফেস্টুন লাগানোর সাহস কোথায় পায়, সেটা আমরা জানি। কেন্দ্রের সভায় আমি বিষয়টি জানাবো।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজিজুল আলম বেন্টু বলেন, ফেস্টুন নিয়ে কোনো সমস্যা হয়েছে কি না তা তার জানা নেই। আর ফেস্টুন সরিয়ে নেওয়ার জন্য দলের কোনো নেতা তাকে ফোন করেননি বলেও তিনি দাবি করেন।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ওয়ার্কার্স পার্টি একটা জিডি করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর