শিরোনাম
- আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
- কিয়েভ হামলার পর রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি
- জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ
- দিনাজপুর বোর্ডে পাশ ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
- ৯৮৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস
- ভিকারুননিসায় কমেছে জিপিএ-৫, বেড়েছে ফেল
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১২৮৪
- সিঙ্গাপুরের কাছে হেরে হামজা-জামালদের র্যাঙ্কিংয়ে অবনতি
- মার্কিন পরিবহন মন্ত্রীকে নাসার প্রশাসক বানালেন ট্রাম্প
- ১৩৪ প্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী
- ফটিকছড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব
- নারায়ণগঞ্জে ৩৫০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে জেলা প্রশাসকের উপহার
- নেস্লে সেরেগ্রো এখন শ্রীলঙ্কায়
- মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- ‘আপনি এত সুন্দর ইংরেজি শিখলেন কোথায়?’— লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের প্রশ্ন
- এসএসসিতে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী
- কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০, কমেছে ১৬ শতাংশ
- এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন
- রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩, এগিয়ে মেয়েরা
- ফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কিছু কারণ
ফেস্টুন সাঁটানো বিরোধে রাজশাহীতে ১৪ দলে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীতে ১৪ দলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন আওয়ামী লীগের এক নেতা। তার নাম আজিজুল আলম বেন্টু। ১৪ দলের অন্যতম বড় শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে। এনিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছে। বেন্টু রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত কিছুদিন ধরেই গণমাধ্যমের শিরোনামে আসছেন বেন্টু। এবার ওয়ার্কার্স পার্টির ফেস্টুনের ওপর নিজের ফেস্টুন টানিয়ে আলোচনায় এলেন তিনি। তার এমন কর্মকাণ্ডের কারণেই ওয়ার্কার্স পার্টি বলছে, বেন্টু ১৪ দলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। বিষয়টি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের জানানো হয়েছে।
ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভার প্রচারে এক সপ্তাহ আগেই নগরীজুড়ে তাদের ফেস্টুন সাঁটানো হয়েছে। বুধবার গভীর রাতে আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টু তার লোকজন দিয়ে বিভিন্ন এলাকায় ওয়ার্কার্স পার্টির ফেস্টুনের ওপর নিজের ফেস্টুন টানিয়ে দিয়েছেন। এতে ওয়ার্কার্স পার্টির ফেস্টুনগুলো ঢেকে গেছে।
দেবু জানান, বৃহস্পতিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় বিষয়টি তাদের নজরে আসে। তখন তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বিষয়টি অবহিত করেন। পরে ডাবলু সরকার এবং নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাঈমুল হুদা রানা ও মোস্তাক আহমেদ সরেজমিনে পরিদর্শনে যান। আওয়ামী লীগের নেতারা তখন বেন্টুকে ফোন করেন এবং ফেস্টুনগুলো সরিয়ে নিতে বলেন।
কিন্তু এক ঘণ্টা পরও তার ফেস্টুন সরানো হয়নি। তাই ওয়ার্কার্স পার্টির কর্মীরাই নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় নিজেদের দলের ফেস্টুনের ওপর থেকে বেন্টুর ফেস্টুন সরিয়ে দেন। পরে এ নিয়ে নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি জিডি করেন।
জিডিতে বলা হয়েছে, রাজশাহী ১৪ দলে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে আজিজুল আলম বেন্টু ওয়ার্কার্স পার্টির ফেস্টুনের ওপর নিজের ফেস্টুন সাঁটিয়েছেন। তার উদ্দেশ্যেপ্রণোদিত এমন কর্মকাণ্ডে উত্তেজনা দেখা দিয়েছে।
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী বলেন, ‘আমরা কারও ব্যানার-ফেস্টুনের ওপর নিজেদের ব্যানার-ফেস্টুন লাগাই না। সেখানে ওয়ার্কার্স পার্টি তো ১৪ দলের শরীক দল। তাদের ফেস্টুনের ওপর আজিজুল আলম বেন্টু যদি নিজের ফেস্টুন লাগায়, তবে তিনি কাজটা ঠিক করেননি। এটা আমরা সমর্থন করি না।’
বেন্টু ১৪ দলে বিভেদের চেষ্টা করছেন, ওয়ার্কার্স পার্টির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওশের আলী বলেন, ‘তিনি তো নগর আওয়ামী লীগের পদেই আছেন। এখন পদে থেকে তিনি এটা কেন করলেন সেটা আমি বলতে পারব না। বিষয়টি রাজশাহী ১৪ দলের সমন্বয়ক ও মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন হয়তো জানেন না। বিষয়টা আমরা খতিয়ে দেখব।’
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, ‘বেন্টু আমাদের ফেস্টুনের উপর ফেস্টুন লাগানোর সাহস কোথায় পায়, সেটা আমরা জানি। কেন্দ্রের সভায় আমি বিষয়টি জানাবো।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজিজুল আলম বেন্টু বলেন, ফেস্টুন নিয়ে কোনো সমস্যা হয়েছে কি না তা তার জানা নেই। আর ফেস্টুন সরিয়ে নেওয়ার জন্য দলের কোনো নেতা তাকে ফোন করেননি বলেও তিনি দাবি করেন।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ওয়ার্কার্স পার্টি একটা জিডি করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর