শিরোনাম
২৮ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৩০

সুশাসন প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ছাড় দেবে না জাসদ : ইনু

অনলাইন ডেস্ক

সুশাসন প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ছাড় দেবে না জাসদ : ইনু

ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাসদ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রশ্নে যেমন ছাড় দেয়নি। জাসদ যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে যেমন কোনো ছাড় দেয়নি। ঠিক তেমনি জাসদ সুশাসন প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ছাড় দেবে না।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের জাতীয় কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, জাসদ দুর্নীতির সিন্ডিকেট দমনে কোনো ছাড় দিবে না। জাসদ বৈষম্যের অবসানের প্রশ্নে কোনো ছাড় দেবে না। জাসদ জাতীয় স্বার্থ এবং জনগনের স্বার্থের বিষয়ে কোনো ছাড় দেবে না। কৃষক শ্রমিক নারী ও গরীবের অধিকারের প্রশ্নে কোনো ছাড় দেবে না।

তিনি বলেন, জঙ্গি দমনের মতোই দুর্নীতিবাজ সিন্ডিকেট দমন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে, সুশাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধে পরাজিত হবার কোনো সুযোগ নেই। দুর্নীতিবাজ সিন্ডিকেটের কবল থেকে শাসন-প্রশাসন-রাজনীতি-অর্থনীতি-ব্যবসায়-বাণিজ্য উদ্ধার করে সুশাসনের পথে এগিয়ে যেতে হবে।

জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মীর হোসাইন আখতার, মো. শহিদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক উম্ম হাসান ঝলমল, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন। এসময় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর