২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৪৭

নারায়ণগঞ্জে পুলিশি বাধায় পণ্ড বিএনপির মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে পুলিশি বাধায় পণ্ড বিএনপির মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিছিল আবারো পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এর আগে একাধিকবার প্যারাডাইজ ক্যাবলস ভবনের সামনে দাঁড়িয়ে সমাবেশ করতে পারলেও এবার দাঁড়ানোর আগেই পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ। মিছিলে এবার মাত্র গোটা বিশেক নেতাকর্মী ছিলেন। 

শনিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পেছনের গলিতে একত্রিত হয়ে মিছিল করার কথা থাকলেও পুলিশ সকাল থেকে পাহারা দিতে থাকে। নেতাকর্মীরাও উপস্থিত হয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে। পরে নেতাকর্মীদের উপস্থিতি দেখে নির্ধারিত সময়ের আগেই ইসলাম হার্ট সেন্টারের সামনে থেকে মিছিল শুরু করতে চাইলে পুলিশ এসে বাধা দিলে ছত্রভঙ্গ হয়ে যায় বলে জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন।

নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই বলেন, আসলে চার-পাঁচজন মানুষ নিয়ে একটি ব্যানার নিয়ে মিছিল করার চেষ্টা করেছিল। এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান রয়েছে। এই পরিস্থিতিকে তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে। মিছিল নিয়ে বের হবে সড়কে বাস আটকে যাবে। সব মিলিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই জন্য করতে দেওয়া হয়নি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আবদুস সবুর সেন্টু, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, দফতর সম্পাদক মো. ইসমাইল হোসেন ও মাকিদ মোস্তাকিম শিপলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর